রূপগঞ্জে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক-৩


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিটু মিয়া নামে এক কাপড় ব্যবসায়ী অপহরণের পর এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। অপহরণের ঘটনায় তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার গঙ্গানগর এলাকার হাজী মিয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন, শমসের আলীর ছেলে জহুর আলী ও দড়িকান্দি এলাকার আব্দুল আলীর ছেলে শাখাওয়াত হোসেন।

এছাড়া অপহরণের শিকার টিটু মিয়া জেলার ফতুল্লা থানার পাগলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। রাজধানীর বঙ্গবাজারে টিটু মিয়ার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
 
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গত ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে ব্যবসায়ী টিটু মিয়া গঙ্গানগর এলাকা থেকে অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা টিটু মিয়ার পরিবারের কাছে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণের বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অপহরণের ঘটনার সঙ্গে জড়িত ওই তিন জনকে আটক করা হয়। এখন পর্যন্ত অপহৃত টিটু মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারসহ অপহরণের সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে ।

আলীম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।