‘মুরগি খাওয়ায়’ বিষ প্রয়োগে ৪ কুকুর হত্যা
চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগ করে ৪টি কুকুর হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে এখনও অসুস্থ রয়েছে ২টি কুকুর।
বুধবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামে ওই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘পানকৌড়ি’র সভাপতি পরিবেশবিদ বখতিয়ার হামিদ বিপুল।
তিনি জানান, বুধবার বিকেলে বেলগাছি গ্রামের আলী কদরের ছেলে মাসুম আলী তার বাড়িতে ভাতের সঙ্গে দানাদার বিষ মিশিয়ে ৬টি কুকুরকে খেতে দেন। এ সময় পর্যায়ক্রমে ৪টি কুকুর মারা যায়। এখনও অসুস্থ রয়েছে ২টি কুকুর। কুকুর দুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে কুকুর দুটির বাঁচার সম্ভাবনা কম।
তিনি আরও জানান, মাসুমের দাবি, সম্প্রতি তার বাড়ি থেকে একটি মুরগি ধরে খেয়ে ফেলে একটি কুকুর। এতে ক্ষীপ্ত হয়ে ওই কাজ করেছে সে। আমরা এ বিষয়ে থানায় ও প্রাণিসম্পদ অফিসে অভিযোগ করবো।
এ বিষয়ে জানতে মাসুম আলীর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দীন কাজল/এফএ/এএসএম