সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

সাভারের ব্যাংক কলোনি এলাকায় সুলতানা নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার গভীর রাতে ব্যাংক কলোনী মহল্লার আজিজুর রহমানের একটি ভাড়া বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত গহবধূর স্বামী আমির হোসেন পলাতক রয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কয়েক লাখ টাকা যৌতুকের জন্য আমির হোসেন তার স্ত্রী সুলতানাকে চাপ দেয়। এসময় সুলতানা বাবার বাড়ি থেকে টাকা আনবে না বলে তার স্বামীকে জানায়। পরে ক্ষিপ্ত হয়ে স্বামী আমির হোসেন সুলতানাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের বাহিরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তার কোন সাড়া শব্দ না পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে সুলতানার লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তেজর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সুলতানার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলেও জানায় পুলিশ।

নিহত সুলতানা বেগম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাচপাই গ্রামের ফরহাদ হোসনের মেয়ে। তিনি বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার রাইসা বিউটি পার্লারে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহতের স্বামীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

আল-মামুন/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।