মা ব্যস্ত নুডলস রান্নায়, পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৮ জুন ২০২২
ফাইল ছবি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সোহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

সোহান উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজার এলাকার মাতব্বর বাড়ির ফেরদাউস মাতব্বরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে সোহান তার মায়ের সঙ্গে ঘর থেকে বের হয়ে উঠানে একা একা খেলা করছিল। পরে মা তাকে উঠানে রেখে সবার জন্য নুডলস রান্না করতে রান্নাঘরে যান। এ সময় খেলার এক পর্যায়ে উঠানের পাশে পুকুরে পড়ে যায় শিশু সোহান। পরে তার মা নুডলস রান্না শেষে ছেলেকে ঘরে আনতে উঠানে গেলে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে শিশু সোহানের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।