ধ্বংসযজ্ঞের ছবি এঁকে প্রতিবাদ জানাবেন তারা


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দুই দিনব্যাপি আর্টিস্ট ক্যাম্প শুরু হয়েছে।

বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে বুধবার দুপুর সোয়া ১টার দিকে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এ আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, যারা বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বাস করে না এবং অপসংস্কৃতি করে তারাই ১২ জানুয়ারি ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে ভবিষ্যতে যেন এ ধরনের সহিংসতার ঘটনা আর যেন না ঘটে সরকার সেদিকে সজাগ দৃষ্টি রাখছে।

এ সময় তিনি আশা প্রকাশ করে আরও বলেন, আমরা আশা করছি চিত্রশিল্পীরা তাদের মেধা ও মননশীলতা দিয়ে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের ধ্বংসযজ্ঞের চিত্র ফুঁটিয়ে তুলবেন এবং তাদের সেইসব চিত্রকর্ম সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছাবে।

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দি সঙ্গীতাঙ্গণের যুগ্ম সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এর আগে দুপুর ১টার পর ঢাকা থেকে চিত্রশিল্পীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এসে পৌঁছায়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট চিত্রশিল্পী আবদুল মান্নান।

তিনি জাগো নিউজকে জানান, গত ১২ জানুয়ারি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে চালানো হামলায় বাঙালি জাতির সংস্কৃতির উপর একটি বড় রকমের আঘাত এসেছে। এ ঘটনায় আমরা ভীষণভাবে মর্মাহত হয়েছি। আমরা আমাদের চিত্রকর্মের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাবো। আমরা দুই দিনব্যাপি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের ছবি আঁকবো। পরবর্তীতে এই ছবির মাধ্যমে ভবিষ্যৎপ্রজন্ম জানতে পারবে বাঙালি সংস্কৃতিকে শেষ করে দেয়ার জন্য একটি কুচক্রি মহল কিভাবে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে হামলা চালিয়েছিল।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মাদরাসা ছাত্র ও সুযোগ সন্ধানী একটি দল ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেলরোডস্থ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ ও শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়সহ বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।