পদ্মার বুকে লঞ্চ-নৌকার মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:২৪ এএম, ২৫ জুন ২০২২
লঞ্চ, নৌকা ও ট্রলারে জনসভাস্থলে আসছে মানুষ

অডিও শুনুন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের জনসভাস্থলে আসছেন মানুষ। শনিবার (২৫ জুন) ভোর ৫টা থেকে লঞ্চে আসতে শুরু করেন বরিশাল, পটুয়াখালী ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলের মানুষ। লঞ্চের পাশাপাশি লাল সবুজে সুসজ্জিত ট্রলার ও নৌকা নিয়েও জনসভাস্থলে আসছেন অনেকে।

সরেজমিনে দেখা যায়, চোখ যতদূর যায় নদীতে ভাসছে কয়েকশ লঞ্চ, ট্রলার আর ডিঙি নৌকা। এ যেন নদীর বুকে নৌযানের মেলা বসেছে। নৌযানগুলো রঙ-বেরঙে সুসজ্জিত করা হয়েছে। নৌযান থেকে নেমেই জনসভাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।

jagonews24

এদিকে জনসভাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক টিম হিসেবে কাজ করছে। জনসভাস্থলের রঙ-বেরঙের বেলুন ওড়ানোর মধ্য দিয়ে জনসভাস্থলে সৌন্দর্য তৈরি করা হয়েছে।

বরিশাল থেকে আসা আ. রহমান বলেন, ‘প্রায় ৫০টি লঞ্চ বরিশাল থেকে প্রধানমন্ত্রীর জনসভায় আসবে। এ পর্যন্ত প্রায় ২০টি লঞ্চ চলে এসেছে। আরও ৩০টি লঞ্চ জনসভাস্থলের উদ্দেশ্যে আসছে। শুক্রবার সন্ধ্যার দিকে আমরা লঞ্চে উঠি। পদ্মা সেতু হওয়ায় লঞ্চে যাতায়াত করা হবে না। লঞ্চের এ যাত্রাই আমাদের শেষ যাত্রা। এরপর আমরা পদ্মা সেতুতেই ঢাকা যাবো।’

jagonews24

খুলনা থেকে আসা রাকিব উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পদ্মা সেতু উদ্বোধন হলে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই সহজ হবে।’

জনসভায় আসা রেজাউল হক বলেন, ‘এত বড় লঞ্চ এ এলাকার মানুষ আগে দেখেনি। আজ প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে কয়েকশ লঞ্চ দেখে খুবই ভালো লাগছে।’

এ কে এম নাসিরুল হক/এসজে/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।