বিয়ানীবাজারে বন্যার্তদের ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি ও ট্রিটমেন্ট কমিউনিটির যৌথ উদ্যোগে সিলেটের বিয়ানীবাজারে বন্যাকবলিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, ডিম, তেল, বিস্কুট, স্যালাইন, মোমবাতি, ওষুধ ও নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এ সময় মনিরুল ইসলাম, কে.এ.এম.এম. রইসুল ইসলাম, নিয়াজ মোর্শেদ আবিরসহ সংগঠন দুটির অন্য নেতারা। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ডা. ফারহা আন্দালিবের নেতৃত্বে অসুস্থদের মাঝে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
এইচএস/এসএএইচ/এএসএম