প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মাপাড়ে সুসজ্জিত ৫০ নৌকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কাঠালবাড়ি থেকে
প্রকাশিত: ১২:৫৭ এএম, ২৫ জুন ২০২২
৫০টি নৌকা বর্ণিল সাজে সাজিয়েছেন জেলেরা

পদ্মা সেতু উদ্বোধনের আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন। উদ্বোধনের দিন মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাট প্রান্তে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন করেছেন চরচান্দা এলাকার পদ্মাপাড়ের মানুষ।

পদ্মাপাড়ের জেলেরা তাদের মাছ ধরার ৫০টি নৌকাকে বর্ণিল সাজে সাজিয়েছেন। নৌকায় লাল-সবুজের পতাকা, রঙিন বেলুন দিয়ে অপরূপভাবে সাজিয়েছেন তারা। তাদের এ সুসজ্জিত নৌকা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাসবে পদ্মার বুকে।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুরের কাঠালবাড়ি চরচান্দায় পদ্মাপাড়ে ৫০টি নৌকা সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে। নৌকাগুলোতে লাল-সবুজ পতাকার সঙ্গে ছইয়ের ওপরে দেওয়া হয়েছে লাল-সবুজ বেলুন। নৌকাগুলোর মাস্তুলে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের চিফ হুইফ নূর-ই-আলম চৌধুরীর বাবা ইলিয়াস আহম্মেদ চৌধুরী ও চিফ হুইফ নূর-ই-আলম চৌধুরীর ছবি। জেলেদের এ ব্যতিক্রম আয়োজন দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী।

ফরিদপুরের সালথার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, শুক্রবার, শনিবার অফিস বন্ধ, তাই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এখানে ঘুরতে এসেছি। সুসজ্জিতভাবে সাজানো ৫০টি নৌকা দেখলাম। দেখে বেশ ভালো লেগেছে।

ভাঙ্গা উপজেলার বাসিন্দা সোহাগ মাতুব্বর জাগো নিউজকে বলেন, জনসেবাস্থলের পাশে আত্মীয়বাড়ি, তাই একদিন আগেই চলে এসেছি। বিভিন্ন স্থানে ঘুরেফিরে দেখলাম। সাজানো নৌকা দেখলাম। ব্যতিক্রমী এই আয়োজন ভালো লেগেছে।

এ বিষয়ে নৌকার মাঝি আইয়ুব আলী জাগো নিউজকে বলেন, শনিবার সকালে ৫০টি নৌকা নিয়ে পদ্মার বুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে। এটা আমাদের ভিন্ন রকমের উৎসব, ভিন্ন রকমের আয়োজন।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠালবাড়ি ঘাটে জনসভায় যোগ দিবেন। শেখ হাসিনাকে স্বাগত জানাতে পদ্মার পাড় থেকে সুসজ্জিত ৫০টি নৌকা ভাসমান থাকবে।

এন কে বি নয়ন/ইএ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।