শেরপুরে স্ত্রী-শ্বাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৪ জুন ২০২২
ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী, শাশুড়ি ও চাচাশ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগে মিন্টু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামে থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু মিয়ার বাড়ি একই উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের গ্যাড়ামারা গ্রামে। দীর্ঘদিন ধরে মিন্টু মিয়া ও তার স্ত্রী মনিরা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে কিছুদিন আগে মনিরা বেগম বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বোরকা পরে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পটল গ্রামে শ্বশুরবাড়িতে যান মিন্টু। এর কিছুক্ষণ পরেই তিনি শ্বশুর বাড়িতে হামলা চালান।

এ সময় মিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শাশুড়ি শেফালি বেগম ও চাচাশ্বশুর নূর মোহম্মদ ওরফে মাহমুদ হাজীকে (৭৫) গলা কেটে হত্যা করেন। একই সঙ্গে আরও তিনজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতেরা হলেন- বাচ্চুনি বেগম, মনু মিয়া ও শাহাদাত হোসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মনিরা বেগম মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বাকি দুজনের মৃত্যু হয়।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী বলেন, ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু হয়েছে এবং অন্য দুজন বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসপি আরও জানান, প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমরান হাসান রাব্বী/এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।