দিনাজপুরে শীতজনিত রোগে একজনের মৃত্যু


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

দিনাজপুরের বিরলে শীতজনিত রোগে মো. ইলিয়াস আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস আলী উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের জুলিমুদি খানা ভগতপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শীতের কারণে মো. ইলিয়াস আলী ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।