বরগুনায় হরিণের মাংস-মাথা-পা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৩ জুন ২০২২

বরগুনার পাথরঘাটায় হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

উদ্ধারকারী নুর আলম জাগো নিউজকে জানান, ফজরের নামাজ শেষে পাথরঘাটা সদর ইউনিয়নের জ্বিনতলা বেড়িবাঁধের পাশে মাছের ঘেরে গেলে দুজন ব্যক্তিকে সেখানে সন্দেহজনভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তার ঘেরে মাছ চুরি করছেন ভেবে এগিয়ে গেলে ওই দুজন বস্তাসহ হরিণের মাংস রেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

তিনি আরও জানান, তাৎক্ষণিক স্থানীয়দের খবর দিলে তারা এসে বস্তার মধ্যে প্রায় ১২ কেজির মতো হরিণের মাংস, দুটি মাথা, আটটি পা ও দুটি হরিণের ভুঁড়ি দেখতে পান। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সেগুলো নিয়ে যান।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের জ্বিনতলা বেড়িবাঁধের ওপর থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর জব্দ আলামত আদালতে পাঠানো হবে। আদালত যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।