উন্নয়নের স্বার্থে সেবকের মতো কাজ করুন


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, ব্যবসায়ীদের হয়রানি নয়, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে ব্যবসা করতে পারে এটাই এ সরকারের লক্ষ্য। ব্যবসাবন্ধব এ সরকার বৈদেশিক বাণিজ্য আরো সহজতর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাবে।

মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শরিফ আল আমিন, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ প্রমুখ।

Satkhira
পরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেলর সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. গওহর রিজভী। এসময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আমলাতান্ত্রিক মানসিকতা নয়, উন্নয়নের স্বার্থে সেবকের মতো কাজ করুন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।