পাবনায় সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
পাবনার বেড়ায় সাপের কামড়ে সুলতানা খাতুন (২৪) নামের অন্তঃসত্ত্বা এক নারী মারা গেছেন। শনিবার (১৮ জুন) রাতে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শাহানুর প্রামাণিকের স্ত্রী।
সুলতানার স্বামী শাহানুর প্রামাণিক জানান, রাত ৯টার দিকে সুলতানা গরুকে খড় দিতে গোয়ালঘরে যান। এ সময় গোয়ালঘরে রাখা খড়ের গাদায় থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে বেড়া পৌর এলাকার সওদাগরপাড়ার এক সাপুড়ের কাছে নেওয়া হয়। পরে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল হাসান ঘোষণা করেন।
বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু জানান, সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা তাকে বাড়ি নিয়ে দাফন করেছেন।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম