শেরপুরে পানিবন্দি ৫০ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৮ জুন ২০২২
বন্যার পানিতে ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ। জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নতুন করে গ্রাম প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

এদিকে বন্যা দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ টন চাল, তিন লাখ টাকা ও এক হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ টন চাল ও ৪০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ২০ টন চাল বিতরণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হবে। যত দ্রুত সম্ভব পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করা হবে।

ইমরান হাসান রাব্বি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।