পাহাড়ি ঢলে ঘরে হাঁটু পানি, বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২ এএম, ১৮ জুন ২০২২
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন মিয়া (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরে পাহাড়ি ঢলের পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। শিপন উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ গ্রামে আলী হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ছির আহ‌ম্মেদ বাদল জাগো নিউজকে জানান, শিপন মাছ শিকার করে বাড়ি ফিরে জামা-কাপড় বদলানের জন্য ঘরে যায়। কিন্তু ঘরে হাঁটু পর্যন্ত পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি ছিল। ঘ‌রে ঢুকে কিছু বু‌ঝে ওঠার আগেই সেই পানিতে বিদ্যুতায়িত হয় শিপন। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার ক‌রে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমরান হাসান রাব্বী/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।