আমি কুমিল্লায় না থাকলে লাশ পড়তো: এমপি বাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৭ জুন ২০২২
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার

‘আমি যদি কুমিল্লায় না থাকতাম তাহলে লাশ পড়তো। সব কর্মীদের বলেছিলাম ধৈর্য ধরে নির্বাচনে কাজ করতে। ধৈর্য ধরার কারণে কোনো অঘটন ঘটেনি।’

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নবাগত মেয়র-কাউন্সিলরদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার বলেন, নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সফলভাবে হয়েছে। আমরা এ নির্বাচনকে অত্যন্ত ধৈর্যেরে সঙ্গে মোকাবিলা করেছি। এতে আপনাদের সন্তান কুমিল্লার বাহার বাংলাদেশে আরেকটি ইতিহাস সৃষ্টি করলো।

তিনি আরও বলেন, কুমিল্লা সিটির করপোরেশনের নির্বাচনকে বিতর্কিত করতে কিছু অসাধু কর্মকর্তা বিশেষ মিশন নিয়ে নেমেছিলেন। তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রমাণ করাতে চেয়েছিলেন দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। এসব অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সংসদ সদস্য বলেন, সাক্কু অহেতুক অভিযোগে তিনটা চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনে। চক্রান্ত করে আমার নামে একটা অশালীন চিঠি ইস্যু করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে। তারা চক্রান্ত করে কুমিল্লা থেকে ত্যাগ করাতে চেয়েছিল। যেন কুমিল্লায় নির্বাচনের পরিবেশ নষ্ট হয়।

তিনি বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য কাজ করেছে। দুর্নীতিগ্রস্ত সাত-আটজন কর্মকর্তা নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করেছে। সব কর্মকর্তা এক রকম না। কুমিল্লা পুলিশ সুপার একজন সৎ মানুষ। তাকে নিয়ে কারও কোনো অভিযোগ নেই। কিন্তু বাতির নিচের অন্ধকার থাকে। এমনই একজন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার। সে যেখানে নৌকার ব্যাজ পড়া লোক পেয়েছে সেখানে অকারণে পিটিয়েছে। নৌকার ব্যাজ ধরে টানাটানি করেছেন। নৌকার কর্মীদের গালিগালাজ করেছে। আমাদের কর্মীদের পিটিয়ে বেহুশ করে দিয়েছেন। সে একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নবনির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সংসদ সদস্য বাহারের সহধর্মিণী নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার, নবনির্বাচিত মেয়র পত্নী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জাগ্রত মানবিকতার চেয়ারম্যান তাহসিন বাহার সূচনা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নবনির্বাচিত কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।