ভাড়া ভবনে হবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠদান

নজরুল ইসলাম আতিক
নজরুল ইসলাম আতিক নজরুল ইসলাম আতিক , জেলা প্রতিনিধি, চাঁদপুর চাঁদপুর
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৭ জুন ২০২২

ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা সৃষ্টি হলেও চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নেই হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে ভাড়া ভবনে হলেও চলতি বছরেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার।

এর আগে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ৬০ একর জায়গায় বিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে জমির মালিক পক্ষ ও সরকার পক্ষের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। এ বিষয়ে জমির মালিক পক্ষ হাইকোর্টে একটি রিট করে। যা গত ৯ জুন শুনানি ও খারিজ করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৯৩ কোটি টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে জমির মালিক স্থানীয় চেয়ারম্যান সেলিম খানসহ তিনজনকে এক কোটি টাকা জরিমানা করা হয়।

২০১৯ সালের ২৩ ডিসেম্বর মন্ত্রিসভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হলেও ভূমি অধিগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এখনো বিশ্ববিদ্যালয় চালু করার মতো তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে চাঁদপুরবাসীর দাবি সব প্রতিকূলতার সমাধান করে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হয়।

সংসদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস হয় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর। পরে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি বলেন, হাইকোর্টের রায়ে সরকার নির্ধারিত মূল্যে ভূমি অধিগ্রহণ করা হবে এবং ভূমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে প্রথম বছর ভাড়া ভবনে হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে। মূলত অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই ভাড়া ভবনেই প্রথম তাদের কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে ধীরে ধীরে নিজস্ব ভবন নির্মাণের প্রক্রিয়া চালু হয়।

এর আগে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ২০২১ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে উপাচার্যদের এক সভায় সিদ্ধান্ত হয়, দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়। ২০২২ সালে ভর্তি পরীক্ষায় নতুন তিনটি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার জাগো নিউজকে বলেন, আমরা এ বছরই বিশ্ববিদ্যালয় চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই কোনোভাবেই যেন কার্যক্রম পিছিয়ে না যায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (সিএসই) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ আগস্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং ২০ আগস্ট ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি বলেন, প্রথম বছর আমরা তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির চিন্তা করছি। তিনটি বিভাগে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছতে আছি।

শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের বিষয়ে উপাচার্য বলেন, কার্যক্রম চালুর জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। জনবল নিয়োগের বিষয়টি ইউজিসির ওপর ছেড়ে দিয়েছি। ভর্তি কার্যক্রম চলাকালেই চাঁদপুরসহ অন্য দুটি বিশ্ববিদ্যালয়ের একত্রে জনবল নিয়োগ দেওয়া হবে বলে কমিশন থেকে জানানো হয়েছে।

ড. নাছিম আখতার বলেন, ইউজিসি থেকে ভবন নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা পর্যন্ত একটি বরাদ্দ দেয়। সে টাকা পেলে মোটামুটি ভবন নির্মাণের কাজ শুরু হবে। জমি অধিগ্রহণ হলেই একাডেমিক ও প্রশাসনিক ভবন, ল্যাব ও গবেষণা কেন্দ্রের কাজ শুর হবে। তবে কবে নাগাদ ভবনের কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের জন্য ও শিক্ষার গুণগতমান বজায় রাখতে নিজস্ব ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একাডেমিক ভবন নির্মাণের বিষয়ে সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুরবাসীর অহংকার। সারাদেশ থেকে এখানে শিক্ষার্থীরা পড়াশুনার জন্য আসবে। এটি অবশ্যই আমাদের জন্য গর্বের।

তিনি আরও বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথমেই সব অবকাঠামো তৈরি করে যে চালু করতে হবে তা কিন্তু নয়। এছাড়া প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। এটি স্বাভাবিক বিষয়। তবে সব জটিলতার সমাধান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান ঠিক রাখতে অবশ্যই একাডেমিক ভবনের প্রয়োজন। যদিও প্রথম বছর ভাড়া ভবনেই পাঠদান চালু করা হচ্ছে।

কবি ও সাহিত্যিক এবং চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডা. পীযূষ কান্তি বড়ুয়া জাগো নিউজকে বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমরা জানতে পেরেছি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করতে যাচ্ছে। ছাত্র ভর্তি হওয়া শুরু হবে। যদিও এখনো মূল ভবন বা কোনো কিছুই তৈরি হয়নি। আমরা চাই অচিরেই যাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, ল্যাব, গবেষণাগার, খেলার মাঠ এবং ছাত্রদের থাকার হোস্টেল নির্মাণ কাজ শুরু হয়। কারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিজ্ঞাননির্ভর পড়াশুনার জন্য যেসব অবকাঠামো এবং সুবিধা দরকার সবগুলো পূর্ণাঙ্গ না হয় তাহলে শিক্ষা পরিপূর্ণতা পাবে না।

নজরুল ইসলাম আতিক/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।