আখাউড়ায় মাদকসেবির কারাদণ্ড


প্রকাশিত: ০২:০২ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোহেল ভূইয়া (৩২) নামে এক মাদকসেবিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার টানমান্দাইল এলাকার নুরুল ইসলামের ছেলে। এছাড়া মাদক সেবনের দায়ে আরো দিন যুবককে এক হাজার টাকা করে জরিমানা করে একই আদালত। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ার সঞ্জয় চক্রবর্তী (৩০), হাসনাত চৌধুরী (৩২) ও সুমন মিয়া (৩০)।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে সোহেল মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করে সে প্রায়ই পরিবারে সদস্যদের উপর অত্যাচার করতেন। সোমবার সকালে সোহেল একই কাজ করলে তার পিতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

এরপর দুপুরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া রোববার রাতে মাদক সেবনরত অবস্থায় উপজেলার সড়ক বাজার এলাকা থেকে আটক ওই তিন যুবককে একই আদালত এক হাজার টাকা করে জরিমানা করেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।