তালতলীর ৫ ইউনিয়নের সবকটিতেই নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:১৬ এএম, ১৬ জুন ২০২২

ষষ্ঠ ধাপে বরগুনার তালতলী উপজেলার পাঁচ ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয় হয়েছেন।

বুধবার (১৫ জুন) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে ইভিএম ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট।

বেসরকারি ফলে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক ৩ হাজার ৯৩৬, কড়ইবাড়িয়া ইউনিয়নে ইব্রাহীম শিকদার পনু ৩ হাজার ৯, বড়বগী ইউনিয়নে আলমগীর মিয়া ৪ হাজার ৯১৪, নিশানবাড়িয়া ইউনিয়নে ড. কামরুজ্জামান বাচ্চু ৫ হাজার ৪০৫ ভোট ও ছোটবগী ইউনিয়নে তৌফিকুজ্জামান তনু ৫ হাজার ৬৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সাধারণ সদস্য পদে ১৫২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।