কুসিক নির্বাচনে ফল ঘোষণার শেষ মুহূর্তে হট্টগোল
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রে উত্তেজনা চলছিল।
দুইবারের মেয়র স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু রাত পৌনে ৯টার দিকে ফলাফল ঘোষণা কেন্দ্রে উপস্থিত হন। তার সামনেই নৌকা নৌকা বলে স্লোগান দেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের সমর্থকরা।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।
রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
এর আগে সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, এবার নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার।
মোট ১০৫টি কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসআর/এএসএম