গুইমারায় বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৫ জুন ২০২২

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমাকে তিন হাজারেরও বেশি ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেমং মারমা। উশ্যেপ্রু মারমা বর্তমান চেয়ারম্যান।

বুধবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল রহমান।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) পেয়েছেন ৫ হাজার ৯১২ ভোট।

অন্যদিকে মো. আইয়ুব আলী (মোটরসাইকেল) ৩ হাজার ২২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ভোটযুদ্ধে নেমে জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রুইসাঅং মারমা।

ভাইস চেয়ারম্যান পদে কংজরী মারমা (মাইক) ৭ হাজার ৮৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি) পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী ফখরুল ইসলাম লিটন (তালা) ও মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) জামানত হারিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ১০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম (কলস) পেয়েছেন হাজার ৬ হাজার ৬৮০ ভোট।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেমং মারমা বলেন, আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আমি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।