প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুশি পিরিঙ্গিনী বালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৫ জুন ২০২২

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নির্বাচনে ৯০ বছর বয়সী শ্রীমতি পিরিঙ্গিনী বালা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন ৷

বুধবার (১৫ জুন) সুখানপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডঙর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূর হাত ধরে ভোট দিতে আসেন তিনি।

প্রবীণ এ বৃদ্ধা পিরিঙ্গিনী ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘মেশিনেত প্রথমবার ভোট দিনু। কম সময় এ ভোট দিয়ে খুবই ভালো লাগলো। এডায় হতো আমার শেষ ভোট।’

গাবতলীর নবগঠিত সুখানপুকুর ইউপিতে প্রথমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বুধবার (১৫ জুন)। এ ইউনিয়নের ১২ কেন্দ্রে ভোট দিচ্ছেন ২০ হাজার ২২৯ ভোটার। পাঁচজন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৩, সাধারণ সদস্য ৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সামছুল হকের মৃত্যুতে ওয়ার্ডটি শূন্য হয়। এই ওয়ার্ডে একটি কেন্দ্রে ৮টি বুথে ২ হাজার ১৫৪ জন ভোটার রয়েছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।