কুমিল্লায় জাল ভোট-গোলযোগের দায়ে ছয়জনের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৫ জুন ২০২২
লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া ও গোলযোগের অপরাধে ছয়জনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে তিন মাস ও পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহ সাজা দেওয়া হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাল ভোটের দেওয়ায় একজনকে তিনমাসের সাজা দেওয়া হয়েছে। এছাড়া সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে আটকের তিন থেকে সাত দিনের সাজা দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।