ভাত খাওয়ার সময় বজ্রপাতে প্রাণ গেলো কিশোরীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৪ জুন ২০২২
ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে রুপসী চাকমা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তার মা অনিতা চাকমা আহত হন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলার খেদারমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় দূরছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রুপসী অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খেদারমারা ইউপি চেয়ারম্যান বিটু চাকমা জানান, দুপুরে মা-মেয়ে একসঙ্গে ভাত খাচ্ছিলেন। এ সময় বাড়ির আঙিনার গাছে বাজ পড়ে। এতে ঘটনাস্থলেই ওই কিশোরী মৃত্যু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ঘটনায় ওই পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব হিরারচর এলাকায় বজ্রপাতে অর্ক চাকমা নামের এক যুবকের মৃত্যু হয়।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।