মুদিদোকানে গাঁজার কারবার, ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:০৩ এএম, ১৩ জুন ২০২২
গাঁজাসহ আটক মুদিদোকানি মিজান পাটোয়ারী

ভোলার মনপুরায় মুদিদোকানে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ মো. মিজান পাটোয়ারী (৩২) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (১২ জুন) রাতে উপজেলার ফকিরহাট বাজারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক মিজান পা‌টোয়ারী মনপুরা উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের চর‌ফৈজু‌দ্দিন গ্রা‌মের মো. র‌ফিজল পা‌টোয়ারীর ছে‌লে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান, দীর্ঘদিন ধরে মু‌দিদোকানি মিজান পাটোয়ারীকে পর্যবেক্ষণ করছিল অধিদপ্তরের টিম। তিনি মুদিব্যবসার আড়ালে মাদক কারবার করতেন বলে অভিযোগ ছিল। রোববার তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক ক‌রা হয়। এসময় তার দোকান থেকে সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক মিজান পাটোয়ারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ সহকারী পরিচালক।

জু‌য়েল সাহা বিকাশ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।