সাতক্ষীরায় কমেছে বোরো আবাদ, বেড়েছে গম চাষ


প্রকাশিত: ১২:১৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

বর্তমানে বোরো আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর সাতক্ষীরায় বোরো আবাদ কমেছে। জেলায় মাত্র ১৫ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে যেখানে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ৭৪ হাজার হেক্টর জমি। তবে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে এমনটাই আশা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান।

অন্যদিকে, খরচ কম ও লাভ বেশি হওয়ায় বেড়েছে গম চাষ। কৃষি বিভাগ জেলায় গম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল এক হাজার ৫৬৬ হেক্টর জমিতে কিন্তু দুই হাজার ১৩৩ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে ৫৬৭ হেক্টর জমিতে। কৃষকরা জানান, উচুস্থানে গম চাষ করতে হয়। গম চাষে একটু পরিশ্রম বেশি হলেও ফলন ভালো হলে ধানের চেয়ে এটি লাভজনক।


জেলা কৃষি সম্প্রসাণ অধিদফতর সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ৯ হাজার ১০ হেক্টর, কলারোয়া উপজেলায় এক হাজার ১৫০ হেক্টর, তালা উপজেলায় এক হাজার ৭৫ হেক্টর, দেবহাটা উপজেলায় দুই হাজার ৬০০ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ৪৩৫ হেক্টর, আশাশুনি উপজেলায় ৫৮০ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ২১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।


লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাতক্ষীরা সদর উপজেলায় ২৪ হাজার ৬৭০ হেক্টর, কলারোয়া উপজেলায় ১২ হাজার ৬৭১ হেক্টর, তালা উপজেলায় ১৬ হাজার ৯০০ হেক্টর, দেবহাটা উপজেলায় ৬ হাজার ৬০ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ৫ হাজার ৬২০ হেক্টর, আশাশুনি উপজেলায় ৬ হাজার ২৭০ হেক্টর ও শ্যামনগর উপজেলায় এক হাজার ৬০৮ হেক্টর জমিতে।


জেলা কৃষি সম্প্রসাণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, চলতি মৌসুমে বোরো আবাদ কম হয়েছে তবে লক্ষ্যমাত্রা পূরনের ব্যাপারে আশাবাদী। জেলার কৃষকরা বোরো আবাদ একটু দেরিতে করেন। তবে ঝুঁকি কম ও কম খরচে লাভ বেশি হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে গম চাষ বেশি হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।