অবৈধ পারাপারের সময় বেনাপোলে ১৫ বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

অবৈধ পথে ভারত ও বাংলাদেশে পারাপারের সময় রোববার বিকেলে বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের বাড়ি নোয়াখালী, রাজশাহী, বাগেরহাট, চট্টগ্রাম, ভোলা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা অবৈধ পথে চিকিৎসা ও আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী পুটখালী, গাতিপাড়া ও বেনাপোল চেকপোস্ট এলাকা দিয়ে পাচারকারীরা বেশ কিছু নারী-পুরুষকে পারাপারের চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই তিন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। এসময় কৌশলে পাচারকারীরা পালিয়ে যায়। আটক সবাইকে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে থানায় মামলা হয়েছে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।