বগুড়ায় মাটির দেওয়াল ধসে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৯ জুন ২০২২
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় বসতঘরের মাটির দেওয়াল ধসে মামুন (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ২টার দিকে উপজেলার মধ্য বোরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামুন ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, বৃষ্টির কারণে মাটির দেওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় মামুন বন্ধুর বাড়িতে শ্রমিকের কাজ করছিলেন। কাজের ফাঁকে দুপুর ২টার দিকে মামুনের ওপর দেওয়াল ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিজ্ঞাপন

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।