গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তা হত্যায় একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৯ জুন ২০২২
দণ্ডপ্রাপ্তদের আদালতে নেওয়া হচ্ছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাংক কর্মকর্তা হত্যায় একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম সমিরন দাস।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দিন এ রায় দেন। মামলায় ২৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের এপিপি মো. শহিদুজ্জামান খান মামলার বরাত দিয়ে বলেন, ২০০৫ সালের ১০ এপ্রিল গভীর রাতে ব্যাংকে প্রবেশ করে আয়ুব হোসেন মোল্লাকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক শচীন্দ্র নাথ বালা বাদী হয়ে ২৮ জনকে আসামি করে মামলা করেন।

দীর্ঘ শুনানির পর আজ (বৃহস্পতিবার) আদালত রায় ঘোষণা করেন। সমিরন দাস ছাড়া অপর আসামিরা এসময় উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।