আরবি পড়াতে গিয়ে নিখোঁজ, সড়কে মিললো ইমামের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৮ জুন ২০২২
মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়

জয়পুরহাটের কালাইয়ে মোহসীন আলী নামের মসজিদের ইমামের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) সকালে উপজেলার করিমপুর ত্রিমোহনী মোলামগাড়ী সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমাম মোহসীন আলী কালাই উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন জাগো নিউজকে বলেন, মোহসীন আলী তার নিজ গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আরবি পড়াতেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে কৃষকরা মাঠে কৃষি কাজ করতে গেলে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশেদুজ্জামান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।