কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৭ জুন ২০২২

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে গোলাম মোস্তফা (৩১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে তিনি মারা যান বলে জানিয়েছে কারা সূত্র।

গোলাম মোস্তফা মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার মো. আবদুল হাই জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন গোলাম মোস্তফা। প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, এক নাবালিকাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঢাকার ডেমরা থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় ২০২০ সালের ১৯ মার্চ আসামি গোলাম মোস্তফাকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর আদালত। ২০২১ সালের ১১ জুলাই তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।