সাবেক চেয়ারম্যানের ভাইকে হত্যা, বর্তমান চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৫ জুন ২০২২
নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ

পাবনার সাঁথিয়ায় আ. মতিন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা চাচাতো ভাই জুয়েল (৪০) আহতাবস্থায় পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। শনিবার (৪ জুন) রাতে সাঁথিয়া পৌর সদরের পুটিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত আ. মতিন পুটিপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে ও নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদের চাচাতো ভাই। আহত জুয়েল হারুনর রশিদের আপন ছোট ভাই।

এ ঘটনায় মামলার পর পুলিশ রোববার (৫ জুন) দুপুরে নাগডেমড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ (৪৮) এবং আবু সাইদ নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আ. মতিন মেয়েজামাই বাড়ি থেকে দাওয়াত খেয়ে চাচাতো ভাই জুয়েলকে সঙ্গে নিয়ে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তারা পুটিপাড়া গ্রামে বাড়ির কাছে পৌঁছানোর পর ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তদের ঘিরে ধরে। এসময় তারা মতিন ও জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে জুয়েল আহতাবস্থায়ই দৌড়ে পাশের ডোবায় ঝাঁপ দেন। এসময় দুর্বৃত্তরা মতিনকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে। এরপর জুয়েলের চিৎকারে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

jagonews24দুর্বৃত্ত হামলার ঘটনায় আহত জুয়েল

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে পূর্বশত্রুতা থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ওসি বলেন, শনিবার রাতেই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা সিদ্দিকুল বলেন, এ ঘটনায় নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ বাদী হয়ে নাগডেমড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজসহ ১৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এরইমধ্যে নাগডেমড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ এবং সাইদ নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুটিপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নাগডেমড়া ইউনিয়ন থেকে হাফিজুর রহমান হাফিজ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন। তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী হারুনর রশীদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই হারুন ও হাফিজ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।