ভাসানচর থেকে পালানো দালালসহ ৫ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৩ জুন ২০২২
দালালসহ আটক রোহিঙ্গারা

নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর থেকে দালালসহ পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এরা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালের মাধ্যমে পালানোর চেষ্টা করছিলেন।

শুক্রবার (৩ জুন) সকালে আটক ছয়জনকে ভাসানচর থানায় পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ জুন) রাতে তাদের সুবর্ণচরের বোয়ালখালী এলাকার জনগণ আটক করে।

আটকরা হচ্ছেন- ভাসানচর আশ্রয়ণের ৮৫ নম্বর ক্লাস্টারের নুরুল আলমের ছেলে ইলিয়াস (২৬), ৬৪ নম্বর ক্লাস্টারের আমান উল্যার ছেলে হাফিজ উল্যা (২২), ৫৯ নম্বর ক্লাস্টারের মো. হাসানের ছেলে ইলিয়াছ (২৭), ৭৩ নম্বর ক্লাস্টারের অলি মোল্লার ছেলে আবু রায়হান (২১), ৮৬ নম্বর ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) এবং স্থানীয় দালাল মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৮)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আক্তার মিয়ারহাট এলাকায় ঘোরাঘুরি করছিলেন কয়েকজন যুবক। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় তাদের সঙ্গে থাকা দালাল জসিম উদ্দিনকেও আটক করা হয়। রাতে ছনখোলা পুলিশ ক্যাম্পের মাধ্যমে তাদের চরজব্বার থানায় হস্তান্তর করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছেন টাকার বিনিময়ে দালাল জসিমের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজার যাওয়ার জন্য সুবর্ণচর আসেন। তাদের সীতাকুণ্ড নামিয়ে দেওয়ার কথা ছিল জসিমের।

চরজব্বার থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারজানা জাগো নিউজকে বলেন, আইনগত ব্যবস্থার জন্য সকালে তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।