নওগাঁয় মদ পানে আরো একজনের মৃত্যু


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৬

নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে শুক্রবার রাতে বিষাক্ত মদ পানে মো. সুজন (২২) নাসে আরো এক যুবক মারা গেছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। নিহত সুজন এনায়েতপুর গ্রামে আজাহার আলীর ছেলে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের বাজারে শুক্রবার রাতে ১০ জন মিলে বনভোজনের আয়োজন করেন। খাওয়া শেষে মদ পান করে সবাই অসুস্থ হয়ে পরেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন, এনায়েতপুর গ্রামের সুমন মণ্ডল, উজ্জল হোসেন, মোসলিম উদ্দিন, সোহেল রানা, স্বজলসহ ৬ জন।

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে সোলায়মান আলী (৫০) ও হোসেন আলী (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মজিদ (৩৭) মারা যান। সন্ধ্যায় বগুড়া জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে সুজন মারা যান। অসুস্থদের মধ্যে আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুর রহমান জানান, অসুস্থদের কাছ থেকে পাওয়া বিষাক্ত মদপানের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদের বিষক্রিয়া বেড়ে তারা মারা গেছে।

আব্বাস আলী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।