বাড়ির পাশে খাদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাড়ির পাশে খাদের জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো উপজেলার দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই গ্রামের মুক্তার মিজির ছেলে হামজালা (৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনহাজ ও হামজালা সমবয়সী। তারা একসঙ্গে খেলাধুলা করে। দুই শিশুর মা বাড়ির কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। ওই সময় তারা বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে খাদের পানিতে পড়ে যায়।
পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের খাদ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অনিমেষ চক্রবর্তী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই বকাউল।
তিনি জাগো নিউজকে বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি দুঃখজনক। তবে এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা আমাকে বিষয়টি জানিয়েছেন।
নজরুল ইসলাম আতিক/এসআর/জেআইএম