কচা নদীতে হাত-পা বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০২ জুন ২০২২

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কচা নদীর তীর থেকে হাত-পা বাঁধা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর এলাকায় কচা নদীর তীরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন

তবে উদ্ধার তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে ইন্দুরকানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি এনামুল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।