শেরপুর সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে বনবিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতিটির মরদেহ উদ্ধার করে।
এর আগে বুধবার রাতে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে বনবিভাগ। তবে হাতির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, প্রায় ২০ দিন ধরে বন্যহাতির দল ঝিনাইগাতী সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ে অবস্থান করছে। পাহাড়ে খাদ্য সংকট থাকায় হাতির দল সন্ধ্যা হলে লোকালয়ে এসে কৃষকদের পাকা ধান, সবজি বাগানসহ নানা ফসল নষ্ট করছিল। তবে কী কারণে এই হাতিটির মৃত্যু হতে পারে সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।
বনবিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল আহমেদ বলেন, শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের উত্তর-পশ্চিমে বেরবেরী এলাকার ১১০১নং পিলারের কাছে হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, হাতিটি গত রাতে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/জেআইএম