জমির গাছ কাটা নিয়ে দুপক্ষের হাতাহাতি, প্রাণ গেলো দুই বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০২ জুন ২০২২
উজিরপুরে গাছ কাটা নিয়ে হাতাহাতির জেরে দুই বৃদ্ধ নিহত

বরিশালের উজিরপুর উপজেলায় বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) রাতে উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শোলক গ্রামের তেঁতুলতলা এলাকার আব্দুল হক সরদার (৬০) ও একই এলাকার চিত্তরঞ্জন দত্ত (৬২)।

স্থানীয়রা জানান, আব্দুল হক সরদারের ভাই আবুল সরদারের সঙ্গে প্রতিবেশী চিত্তরঞ্জন দত্তের ভাই শংকর দত্তের ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার ওই জমির গাছ কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাতে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সেখানে আব্দুল হক সরদার ও চিত্তরঞ্জন দত্ত উপস্থিত ছিলেন। একপর্যায়ে তারা দুজনই অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টার দিকে চিত্তরঞ্জন ও ১১টার আবদুল হককে স্বজনরা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর দুজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বৃদ্ধ আব্দুল হক সরদার ও একই এলাকার চিত্তরঞ্জন দত্ত অসুস্থ বোধ করেন। রাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তবে সুরতহাল রিপোর্টে মারা যাওয়া ওই দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুজনেরই মৃত্যু হয়েছে। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে বৃহস্পতিবার দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আলী আর্শাদ আরও বলেন, তবে মৃত দুজনেরেই পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। দুপক্ষই এ ঘটনায় অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব হাসান বলেন, বুধবার রাতে প্রায় এক ঘণ্টার ব্যবধানে ওই দুইজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু তখন দুজনই মৃত ছিল।

সাইফ আমীন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।