জামালপুরে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১ জুন) দুপুরে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতরা হলেন- উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেগুড়িয়া গ্রামের আমিনুরের ছেলে ইমরান হোসেন (৩৫) ও মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা হাফিজুর রহমান (৭০)।
স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এম জেড কাদির জাগো নিউজকে বলেন, রোববার (৩১ মে) দিনগত রাতে তিনজন একসঙ্গে মদপান করেন। অতিরিক্ত মদপানের কারণে তিনজনই অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশি হেফাজতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জাগো নিউজকে বলেন, ঘটনাটি শোনার সঙ্গে রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ দুপুর ২টায় মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম