প্রতিবছর নিয়ম করে চুরি হয় যে দোকানে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০১ জুন ২০২২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনার্দ্দনপুরের ‘লাকী ট্রেডার্স’ নামক দোকানে আবারও চুরি হয়েছে। মঙ্গলবার (৩১ মে) রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানান দোকানের স্বত্বাধিকারী অরুন চন্দ্র নাথ।

দোকানের চালের টিন কেটে প্রবেশ করে চোরের দল। দোকান থেকে সয়াবিন তেল, দুধ, আটাসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয় বলে জানান তিনি। তিনি দাবি করেন, চোরের পছন্দ গুঁড়াদুধ আর তেলের বোতল।

দোকানে চুরির বিষয়ে অরুণ চন্দ্রনাথ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। বুধবার সকাল ৭টায় দোকান খুলে দেখি টিনের চাল কাটা। চুরি হয়েছে ১২ কেজি গুঁড়াদুধ, ৪ লিটার সয়াবিন তেল, ২০টি ২০০ মিলির নারিকেল তেলের বোতল ও ৮০০ টাকার মতো মোবাইল রিচার্জের কার্ড।

তিনি আরো বলেন, গত বছরও একই দিনে আমার দোকানে চুরি হয়। তিন বছর আগেও চুরি হয়েছে। এখানে শুধু আমার দোকানেই চুরি হয়। তবে চুরির ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি তিনি।

চুরির বিষয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুজাউল হক জানান, চুরির ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানটিতে প্রতিবছরই কেন চুরি হয় সেটা কেউ বুঝতে পারছে না। চোর টিন কেটে শুধু দামি জিনিসগুলোই নিয়ে যায়। কাউকে না দেখার কারণে অজ্ঞাত হিসেবে কোনো অভিযোগ করেননি দোকান মালিক। তাই আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না।

এলাকায় দোকানে চুরি ও বিভিন্ন বাড়িতে গরু চুরির কারণে ব্যক্তিগতভাবে তারা পাহারা দিচ্ছেন বলেও জানান তিনি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।