২০ বছর পর আ’লীগের নতুন কমিটি পেলো রায়পুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটিত নেতাদের নাম ঘোষণা করা হয়। এতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদকে সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সম্মেলন শেষে কমিটির নেতাদের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ইসমাইল খোকন, মো. শাহজাহান, কাজী নাজমুল কাদের গুলজার, হারুনুর রশিদ, দিদার হোসেন দেলু, তোফাজ্জল হোসেন, সাইদুল বাকীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, সফিক খাঁন, কামরুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, তানবীর হায়দার চৌধুরী রিংকু, সফিউল আজম চৌধুরী সুমন, প্রচার সম্পাদক শরিফ হোসেন খোকন, স্বাস্থ্য সম্পাদক রিপন পন্ডিত, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রিফাত জিকু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তুষার, মুক্তিযোদ্ধা সস্পাদক মানু চৌধুরী, আইন সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আজম, যুব ও ক্রীড়া সম্পাদক আখতার মিঝি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ভি পি আলমগীর এবং কৃষি ও সমবায় সম্পাদক আসিফ রুহুল আরিফ।
দলীয় সূত্র জানায়, ২০ বছর পর রায়পুর মার্চেন্টস একাডেমি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিফুন্নাহার লাইলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
কাজল কায়েস/এফএ/এমএস