সিদ্ধিরগঞ্জে বাসচাপায় কলেজছাত্রী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচাপায় কলেজছাত্রী সানোয়ারা আক্তার (১৮) নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ারা আক্তার মুন্সীগঞ্জের সদরথানার বানিয়া মহেশপুরের সানাউল্লাহ মিয়ার মেয়ে। সে ঢাকা মহানগর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সানারপাড় এলাকার হারাধণ বাবুর বাসার ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে নরসিংদীর মনোহরদীগামী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৯) চাপায় গুরুতর আহত হয় সানোয়ারা। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
হোসেন চিশতী সিপলু/এআরএ/এমএস