পাগলের ভয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ৩০ মে ২০২২
প্রতীকী ছবি

নওগাঁর রানীনগরে পাগলের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পানিতে ডুবে রুমি আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের নয়া হরিশপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু রুমি আক্তার ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়া হরিশপুর গ্রামের মাঠে রুমি আক্তারসহ কয়েকজন বাদাম কুড়াতে যাচ্ছিলো। এ সময় রাস্তায় এক পাগলের পাগলামি দেখে ভয়ে সবাই দৌড় দেয়। দৌড়াতে গিয়ে শিশু রুমি উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা অন্যরা পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি মৃত ঘোষণা করেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।