শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো পুলিশ


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

পার্বত্য খাগড়াছড়ির ৪৯৫ বর্গমাইল এলাকার মাটিরাঙ্গা উপজেলার আইন-শৃঙ্খলার রক্ষার পাশাপাশি এবার মানবিক দায়িত্ব থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ।

সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের পর মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত ১৬৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শুক্রবার মাটিরাঙ্গা থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী (বিপিএম)।

শীতবস্ত্র বিতরণকালে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।