রোয়াংছড়িতে দুই কেজি আফিমসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১ পিএম, ২৮ মে ২০২২

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই কেজি আফিমসহ যুদ্ধ রাম ত্রিপুরা (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যুদ্ধ রাম ত্রিপুরা রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ড রামদুপাড়ার মানোলা ত্রিপুরার ছেলে।

শনিবার (২৮ মে) বিকেলে রোয়াংছড়ি বাজারের আল মদিনা খাবার হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

ওসি আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর কমান্ডার মেজর পারভেজ আরেফীনের নেতৃত্বে রোয়াংছড়ি বাজারে অভিযান চালিয়ে একটি খাবার হোটেল থেকে দুই কেজি আফিমসহ যুদ্ধ রাম ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে রোয়াংছড়ি থানায় হস্তান্তর করে র‌্যাব।

এ ঘটনায় আটক যুদ্ধ রাম ত্রিপুরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নয়ন চক্রবর্তী/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।