রংপুরে চোলাই মদের কারখানার সন্ধান
রংপুরের মিঠাপুকুরে রাজু আহম্মেদ নামে এক ইউপি সদস্যের চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১৩। শুক্রবার বিকেলে উপজেলার দমদমা এলাকায় অভিযান চালিয়ে এ কারখানার সন্ধ্যান পাওয়া যায়।
এ সময় রাজুকে গ্রেফতারের পর ওই কারখানা থেকে উদ্ধার করা হয় ৯টি ড্রামে রাখা ২২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম। রাজু দমমদা এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর শাপলা ক্যাম্পের ইনচার্জ এএসপি নজরুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার দমদমা বাজার এলাকা থেকে রাজু মেম্বরকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী দমদমা বাজার ও ইসলামপুর নোয়াখালিপাড়ায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে মদ বানানোর কারখানা থেকে ৯টি ড্রামে রাখা ২২০০ লিটার চোলাই মদ এবং মদ বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১৩ রংপুর শাপলা ক্যাম্পের ইনচার্জ এএসপি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রাজু মেম্বর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
জিতু কবীর/এআরএ/এমএস