নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে দিলেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৮ মে ২০২২
অভিযুক্ত অমিত শীল

পিরোজপুরের ইন্দুরকানীতে নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অমিত শীল (২৬) উপজেলার ইন্দুরকানী বাজারের নরসুন্দর অমল চন্দ্র শীলের ছেলে। তারা পেশায় সেলুন ব্যবসায়ী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী বাজারে অমল শীলের (৬০) সঙ্গে একই দোকানে নরসুন্দরের কাজ করেন ছেলে অমিত। কিন্তু প্রায়ই তিনি নেশাগ্রস্ত হয়ে বাবা-মাকে মারধরসহ নির্যাতন করেন বলে অমল শীল পুলিশকে অভিযোগ দেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, শুক্রবার সাপ্তাহিক বাজারের দিন থাকায় দোকানে কাজের চাপ বেশি ছিল। তাই অমিতকে দোকানে কাজ করতে বলেন বাবা। এতে অমিত চাকু নিয়ে তেড়ে যান বাবাকে মারতে এবং গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন।

বাবা আমল শীল বলেন, ছেলের নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই। তাই বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।