বরগুনায় জুমার নামাজ পড়া অবস্থায় মারা গেলেন মুসল্লি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৭ মে ২০২২

বরগুনার তালতলী উপজেলায় মসজিদে জুমার নামাজ পড়া অবস্থায় ওয়াহেদ মিয়া (৬৯) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মে) রাতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাকাওত হোসেন তপু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়ানের ৯ নম্বর ওয়ার্ডের মারকাজ জামে মসজিদে জুমার নামাজ পড়া অবস্থায় এ ঘটনা ঘটে।

মুসল্লিরা জানান, জামাতে নামাজ পড়তে মসজিদে নিয়মিত আসতেন ওয়াহেদ মিয়া। আজও তিনি জুমার নামাজ পড়তে মসজিদে আসেন। ওজু করে নামাজ শুরু করেন। নামাজ শেষ করার আগেই হঠাৎ তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করেন।

এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে ঠিকমতো জায়নামাজে শুইয়ে দিলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। পরে তার আত্মীয়-স্বজনরা এসে গ্রামের বাড়ি নিয়ে যান।

স্থানীয় ইউপি মেম্বার নজরুল ইসলাম লিটু জাগো নিউজকে বলেন, জুমার নামাজের মধ্যে তিনি অসুস্থবোধ করেন। আমরা নামাজ শেষ হওয়ার পরপরই তাকে ধরে জায়নামাজে শুইয়ে দিলে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।