বাগেরহাটে হরিণের চামড়া-শিং উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৬ মে ২০২২

বাগেরহাটের শরণখোলায় হরিণের দুটি চামড়া ও একজোড়া শিং উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল হোসেন খানের নির্মাণাধীন বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের আবুল হোসেনর নির্মাণাধীন বাড়িতে পলিথিন ও কাপড়ে পেচানো দুটি চামড়া ও দুটি শিং উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসাতে এ ধরনে কাজ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, হরিণের চামড়া ও শিং আপতত জেলা পুলিশের কাছে সংরক্ষিত থাকবে। আদালতের নির্দেশে শিং ও চামড়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।