জাপা নেতার উপর হামলা : গ্রেফতার ৩ আসামি রিমান্ডে


প্রকাশিত: ১২:০৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৬
জাপা নেতা এস এম ইয়াসীর

রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব এস এম ইয়াসীরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতারকৃত চার আসামির মধ্যে তিনজনকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিউল আলম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, নগরীর গনেশপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আকাশ মিয়া ওরফে গুড্ডি মামুন (২৫), পালপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে আমিনুল ইসলাম শুভ (২৬) এবং সাতগাড়া এলাকার আমির হোসেনের ছেলে নুর হোসেন সজল (২৩)। তবে গ্রেফতারকৃত আসামি আব্দুল লতীফের ছেলে রেজাউল করীম বাদলকে ( ৩৫) রিমান্ডে নেয়নি পুলিশ।  

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ইসরাফিল আলম আসামিদের রিমান্ডে নেয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজ শেষে জাপা নেতা ইয়াসীর তার বাবার কবর জিয়ারত করতে নগরীর মুন্সিপাড়া কবর স্থানে যান। সেখানে কবর জিয়ারত শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তার মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় গত রোববার মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বাদী হয়ে অজ্ঞাত তিনজনের নামে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

জিতু কবীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।